সাতৈর শাহী জামে মসজিদঃ
আজ থেকে প্রায় ৭০০শত বছর পূর্বে আলা-উদ্দিন হুসাইন শাহ ছিলেন দিল্লির বাদশা। তখন এই সাতৈর গ্রামে বহু আওলিয়ার বসবাস ছিলো। তাদের মধ্যে হযরত শাহ্ সুফী শায়েখ শাহ্ ছতুরী (রাঃ) এর মুরিদ ছিলেন আলাউদ্দিন হুসাইন শাহ্। ঐতিহাসিক এই মসজিদটি সেই সময়ে নির্মিত হয়। সাতৈর শাহী মসজিদের পাশ ঘেষেই গেছে ঐতিহাসিক গ্রান্ড ট্রাংক রোড বা শের শাহ্ সড়ক। কেউ কেউ মনে করেন সাতৈর শাহী মসজিদ শের শাহের আমলের কীর্তি। মসজিদটি সম্পর্কে অনেক কাহিনী এলাকায় প্রচিলিত আছে। যেমন- (১) মসজিদ খানা আল্লাহর হুকুমে এক রাত্রে মাটি ফেটে গজিয়ে ওঠে, (২) মসজিদের ভিতরের খুটিঁ চারটি বিভিন্ন সময়ে হাসি-কান্না করে, (৩) মসজিদের পিলার গুলোর কাছে যা আশা করা যায় তাই পাওয়া যায়, (৪) মসজিদের ইট বাড়িতে রাখলে উঁই পোকা লাগে না, (৫) মসজিদের ধুলি গায়ে মাখলে যে কোন ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়, (৬) মসজিদে এসে মানত করলে নিঃসন্তানদের সন্তান হয় ইত্যাদি। এ কথাগুলো বিশ্বাস করেই প্রতিদিন দূর-দুরান্ত থেকে বহু লোক নানা ধরণের মানত নিয়ে আসে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস